চলিয়া গিয়াছে আশ্বিন,আসিয়াছে কার্তিক;
এই ভাবনা ভাবিয়া আমি দিক হারা নাবিক।
শীত শীত লাগিতেছে ভাবনা গিয়াছে ভেরে,
অগ্রহায়ণ পরেই যে মরবে ছেলে মেয়ে।
ওরা এসে বলবে বাবা গরম কাপড় এনে দাও না,
চাল ডাল কিনতেই ফুরিয়ে যায়,থাকেনা মোর একটি পয়সা।
পাশের বাড়ির ছেলে মেয়ে,
দামি কাপড় পড়িয়া ঘুরিবে।
ছেলে মেয়ে মোর চাহিয়া রহিবে,
সহিবো আমি কেমন করে।
এ হাট ও হাট করিয়া ঘুরিয়েছিলাম গতবার।
কি করিয়া এবার শীতটা করিবো পার?