হে মানব দাড়াও কোথায় যাও শুনি,
শুনছো এই কবরের ভেতরে আমি।
একদিন ছিলাম তোমারই মত,
ঘুরিতাম দেশ-দেশান্তর কোথাও বাদ যাইনি তো।
চলতে চলতে হঠাৎ একদিন থেমে গেলাম,
এমন ভাবে থেমে যাবো কখনো নাহি ভাবিতাম।
দেখো আমি আজ এই অন্ধকার কবরে,
অনেক সাথি ছিল আমার দুনিয়ার মাঝারে।
বন্ধু-বান্ধব আত্নীয় স্বজন সেই যে রেখে গেলো,
তার পর কেহ আমার খবর নাহি নিল।
যাও তোমার আবার অনেক কাজ,
সময় হলে আসবে তুমি পড়িও নামাজ।