সুখের জন্য চালাও হাতুরী,
সুখের জন্য  করো মারা মারি।
দুঃখের সাথে পারো না লড়াই,
অন্যের সম্পদ নাও লুটাই।
কথা দিয়ে পারো না রাখতে,
চাপা মেরে পারো ঢাকতে।
পথের কাটা সরাতে গিয়ে,
নিজেই যাও জলে পড়ে।
স্বার্থের কাছে হেরে গিয়ে,
বলো সব যাও নিয়ে।
নীতি কথা বলে বেড়াও,
অধিক খেয়ে পেট ফুলাও।
কাজ কর্মের ধারে না যাও,
কথার ছলে লোক ভুলাও।
তাহলে আমি বলতে পারি,
তুমি যাবে যমের বাড়ি।
সুখি হতে চাইলে করো তুমি কাজ,
পরো উপকার আর থাকো  সত্যের মাঝ।