তোমারে ডাকি আমি সকাল সন্ধ্যা দিবা রাতি,
চাঁদ হয়ে এসো তুমি আধাঁর ঘরের বাতি।
যখন রাত্রি নিশি তোমায় ভাবি,
সবাই ঘুমায় আমি জাগি।
থাকে তখন নিরিবিলি তোকে নিয়ে স্বপ্ন আঁকি,
সারা নিশি এমন করে জাগি একাকী।
যখন সকাল ডাকে পাখি ঘুম ভাংলে তোকে খুঁজি,
তখন থেকে দিনের শুরু মনটা যায় পুড়ি।
স্বপ্ন আমার হবে পূরন এই টুকু শুধু জানি,
চাঁদ হয়ে এসো তুমি আঁধার ঘরের বাতি।