ষোলর  জন্য  হারিয়েছি  পিতা,
শতরাত অশ্রুজলে জেগেছে মোর মাতা।
ষোলর জন্য রাজপথে,
নেমেছে মানুষ দলে দলে।
তাদের দেহের রক্ত দিয়ে,
রাজপথ গেছে ভেসে।
ষোলর জন্য পুড়েছে ঘর,
পুড়েছে ক্ষেত পুড়েছে বাজার।
ছেড়েছি বাড়ি ধরছি লাঠি,
তিরিশ লক্ষ মোর হারিয়েছি সাথী।
তার পর হায় কঠিন সাধনায়,
হয়েছে মোদের বিজয়।