সরষে ফুল চারিদিকে,
ফুটেছে হলুদ রঙ্গে।
যে দিকে তাকাই,
সরষে ফুল শুধু আর কিছু নাই।
প্রকৃতি আজ সেজেছে হলুদ সাজে,
মনে হয় এসেছি হলুদ পুরীর রাজ্যে।
মাঠের পরে মাঠ হলুদ পুরীতে,
চলেছি একা দেখছি মন ভরে।
ভোমরেরা ভনভন শব্দ করে,
আসন পেতেছে তারা ফুলে ফুলে।
ভোমরেরা মধু আহরণ করে,
ছুটছে তারা নিজ নিজ ঘরে।
তাদের ছুটবার  দৃশ্য দেখে,
মনটা আমার গেছে ভরে।