খালা বাড়ি থেকে ফিরতে কালে,
বলছিল খালা বারে বারে।
ডাকছে মেঘ আকাশ কালো,
এই বুঝি বাপু ঝড় এলো।
আকাশ প্রানে চেয়ে দিলাম রওনা,
মাঝ পথে এসে নামল বরষা।
রাস্তার ধারে ছিল কুড়ে ঘর,
সেখানে গিয়ে ডাকলাম বারে বার।
কুজো এক বুড়ি দিল সাড়া,
তাতেই দ্রুত উঠে পড়া।
গুড়ি গুড়ি বৃষ্টি নেমেই চলল,
আকাশ আবার কালো হল।
অন্ধকারে চারিদিক ছেয়ে গেল,
প্রচন্ড ঝড় হাওয়া বইতে লাগল।
বিপদ এসে কড়া নারলো,
বুড়ির চালা উড়ে গেল।
মাথায় দিয়ে কলার পাতা,
এভাবেই সেদিন বাড়ি ফেরা।