কান্দাপাড়া হাটে যেতে কালে,
দেখতে পেলাম ছোট এক ছেলে।
শীতে থর থর কেঁপে মরছে,
অনেকে তাকে চেয়ে দেখছে।
সহানুভূতির হাত কেউ না বাড়ায়,
নিজ নিজ কাজে সবাই চলে যায়।
একটু রোদের অপেক্ষায়,
আকাশ প্রানে বার বার চায়।
তার ব্যাথায় ব্যথিত  হয়ে,
আমার চাদর দিলাম তারে।
তার মুখে ফুটল হাসি,
বুকটা সুখে গেল ভরি।
এমন ছেলে অনেক আছে,
চেয়ে দেখ জগৎ মাঝে।