তোমাদের এখানে এলে মনে পড়ে,
তুমি আর নেই এই গ্রামে।
চলে গেছো অন্য এক গ্রামে,
আমার মনে দু:খ দিয়ে।
জানো এখনো আসি তোমাদের গ্রামে,
তোমাকে আজও ভালবাসি বলে।
এই গ্রামে মিশে আছে হাজারো স্মৃতি ,
সে গুলো যে আজও ভুলতে পারিনি।
গাঙ্গে এক  সাথে গোসল দেয়া,
বরই তলায় এক সাথে খেলা করা।
গাব তলার এক পাশে,
চড়ুই ভাতি হত মজা করে।
প্রতি বিকেলে  নৌকা দিয়ে,
ঘুরিতাম কত তোমায় নিয়ে।
সে গুলো যে আজও ব্যাথা হয়ে বাজে,
কি করে তোমায় যাবো ভুলে।