দু'লাখ মা-বোনের বিনিময় সম্ভ্রমের
ত্রিশ লাখ শহিদের আত্মদানে
বিজয় ঘন্টা বেজেছে মোদের
নয় মাস মুক্তিযুদ্ধ শেষে।


পঁচিশে মার্চ কাল রাতে
রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়
অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে
১৬ই ডিসেম্বর হয় বিজয়।


রক্তনদীর উজান বেয়ে এসেছে
আমাদের স্বাধীনতা  যুদ্ধের বিজয়
বুকের রক্ত দান করে
হেসেছে বাঙ্গালীর কোটি হৃদয়।


যাদের দ্বারা স্বাধীন মোরা
শ্রদ্ধা ভরে  স্মরণ করি
বাঙ্গালী তাদের ভুলবে না
হৃদয়ে তাদের ছবি আঁকি।


বিজয় দিবসে শপথ নিতে
এগিয়ে এসো ভাই সবাই
স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে
চল আমরা এগিয়ে যাই।