বাংলা মায়ের কোলে দীর্ঘ দিন ধরি,
প্রাচীন কাল থেকেই বাস বিভিন্ন উপজাতি।
চাকমা,খাসিয়া,গারো,সাঁওতাল,খুমি,
ওরাওঁ,হাজং,লুসাই,টিপরা,মনিপুরী।
সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, রাজশাহী,
রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি।
পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ বিভিন্ন স্থানে,
রয়েছে তারা ক্ষুদ্র দল বেঁধে।
উপজাতিদের জীবনযাত্রার মধ্যে আছে বৈচিত্র্য,
লোকগাথা, কথা-উপকথা,শিল্প-সাহিত্য।
বাংলাদেশর সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ,
তাদেরকে শ্রদ্ধা করা আমাদের দ্বায়িত্ব।