পাগল হইয়া ঘুরিতাম আমি খুঁজিয়া মনের মানুষ
সব ফেলিয়া সব ভুলিয়া ছুটিলাম নানান দেশ।
শত গ্রাম, শত গঞ্জ, শত নদীর ঘাট
এদিক ওদিক চাহিয়া আমি দেখিলাম কত মাঠ।
মাঠের পরে মাঠ চলিলাম নৌকায় হইলাম পার
গ্রামের পর গ্রাম ছাড়িলাম ছুটিলাম দেশ-দেশান্তর।
হাটিতে হাটিতে ক্লান্ত হইয়া বসিতাম কোন গাছতলায়
কখনো কখনো বাজাইয়া বাঁশি ঘুমাইতাম যে সেথায়।
বাঁশির সুরে হাজারো মানুষ হইয়া যাইত জড়
নানান জনের নানান কথায় সেখান ছাড়তে হত।
কাঁধে বোচকা বুকে স্বপ্ন পায়ে ব্যাথা লইয়া
মনের মানুষ খুঁজিয়াছি সারা বাংলা ধরিয়া।
সারা রাত্র পার করিতে হইত, গাছতলায় বসিয়া
গাছের পাতার পরার শব্দে উঠিতাম যে চুমকিয়া।
সকাল হইলে সবার আগে উঠেই দিতাম রওনা
তাহার খোঁজে পথ ফুরাইল দেখা মেলল না।
একে একে শত দিন পার হইয়া গেল
কোথায় আমার মনের মানুষ হদিস না হইল।