সত্য বল  মিথ্যা ছাড়ো করো না বাহাদুরি,
একদিন তোমার যাইতে হবে সাধের দুনিয়া ছাড়ি।
রঙ্গে ঢংগে হাটিয়া চল নানান পথ ধরি,
একদিন তোমার যাইতে হবে কাফনের কাপড় পরি।
আজকে তোমার কত আশা বাঁধবে সুখের ঘর,
বাড়ি ছাড়িয়া ঘরের জন্য ক্ষয় করেছো হাড়।
রোদে পুড়িয়া করিয়াছো কাজ শুধু তার জন্যি,
সেও যাইবেনা তোমার সাথে হইয়া তোমার সাথি।
দিন চলে যাবার পর বুঝিতে পারবি যখন,
সারা জীবনের হিসাব করিয়া উঠিবে শরীরে কাঁপন।
হায় হায় করিবে শুধু বলিবে কত কিছু,
ছোট ছেলেদের উপদেশ দিতে ছুটিবে তাদের পিছু।
কেউ শুনবে না তোমার কথা হইয়া মনোযোগী,
এই ভাবেতেই হইবে শেষ তোমার শেষ বানী।
চোখে অশ্রু  ঝর ঝর ঝড়িয়া পড়িবে যখন,
অবেলার সেই সুখের কথা পড়িবে মনে তখন।
কিসের আশায় কিসের নেশায় ছুটিছো কার পিছে,
সব কিছুই যে তোমার হয়ে যাবে মিছে।


তাই হুশিয়ার হইয়া যাও পড়িয়া কবিতা খানি,
দিন থাকিতেই সঠিক পথ বাছিয়া লও তুমি।