তাহার কথা স্মরণ হইলে উঠিল বুকে ব্যাথা,
ঘর ছাড়িয়া হইলাম বাহির মনটা বাঁধন হারা।
নিশি রাত্রে হেটে চলেছি অচেনা কোন গায়ে,
নীল আকাশের তারা গুলো পথ দেখাইছে মোরে।
মিটিমিটি জ্বলে ঝিঝি পোকা সেও চলেছে সাথে,
একা যাচ্ছি তাইতো বলে হাত বাড়াইছে সবে।
চাঁদের আলো ছড়িয়ে পরেছে বাংলার নদী ঘাটে,
নদীর জলে চাঁদের আলো দেখছিলাম মন ভরে।
কোন গ্রামের কোন ছেলে নদীর কূলে বসে,
বুকের ব্যাথা করিছে বাহির বাঁশির সুরে সুরে।
কেমন করে নদীর কূলে আছড়ে পরছে ঢেউ,
বিরহিণী নদীর কান্না শোনে না তো কেউ।


গান গাহিয়া দুটি মশক ঘুরিতে ছিল পাশে,
সুরে সুরে বলছে শুধু ভুলবেনা কেউ কারে।
হাজার হাজার লাখ লাখ তারা আকাশের বুকে,
দুটি তারা সরে তারা পাশা পাশি জ্বলে।
তাদের তরে ছিলাম চেয়ে অশ্রুতে বুক ভাসে,
আমার প্রিয়া আমায় ছেড়ে কোন জগতে গেছে।