শেষ রাত্রীতে নদীর জলে নেমেছে একটি জেলে,
মাছ ধরিয়া সংসার চালায় এই ধরনীর বুকে।
গিন্নী তারে বলেছে আজকে মাছ না পেলে,
না খাইয়া মরিবে যে তার ছেলে মেয়ে।
তাহার ঘরে ছিল না খাদ্য কেনার পয়সা,
এই ভাবিয়া জেলের মনে উঠিল জেগে ব্যাথা।
মাছ ধরিতে আপ্রাণ চেষ্টা চালাইছে নদীর জলে,
ছোট ছোট নদীর মাছ উঠিল তাহার জালে।


ভাবনা গেল ভেরে বড় মাছ নাহি জোটে,
কালকের মত আজকেও মাছ জুটবে না কপালে।
মাছ বেচিয়া কোন মতে সংসার চালাইতে হয়,
সে মাছ না মিলিলে সংসার হবে ক্ষয়।
নানান ভাবনা ভেবে জেলে জাল ফেলিল জলে,
বড় একটি বোয়াল মাছ উঠিল তাহার জালে।