আমার খোকা থাকতো শুয়ে রঙ্গিন বিছানায়,
পাশে থাকতো নানা খেলনা জোড়ায় জোড়ায়।
তারাতারি কাজ সারিয়া প্রতিদিন বাড়ি ফিরিতাম,
আদর সোহাগে চুমায় চুমায় ভরিয়ে রাখিতাম।
সোনা রুপা কত নামে ডাকিতাম তারে,
সে নাম গুলো আজও বাজে অন্তরে।
খোকাকে নিয়ে কত স্বপ্ন ছিল বুকে,
বড় হয়ে আমার খোকা ডাক্তার হবে।
আমার খোকার মুখে ফুটতো অপূর্ব হাসি,
আধ আধ কথায় মনটা যেত ভরি।
কোলে নিয়ে হাসি মুখে বলিতাম কথা,
আমার খোকা আমায় ভুলায়ছে সব ব্যাথা।
খোকাকে নিয়ে বুকে ঘুমাইতাম রাত্রী কালে,
ঘুম ভাঙ্গিলে নিশিতে দিতাম চুমো কপালে।
এমনই এক রাতে ছিলাম বুকে নিয়ে,
খোকা যে আর জাগেনি ঘুম থেকে।
নানান রঙ্গের খেলনা আজও ঘরে আছে,
তাহার মুখের হাসি আজও চোখে ভাসে।
শুধু নেই খোকা আমায় ছেড়ে গেছে,
সেই খোকাকে আমায় কে এনে দিবে।