তোমায় নিয়ে ছিল স্বপ্ন বাঁধবো সুখের ঘর,
এখন ভাবি কেমনে তোমায় করতে পারি পর।
সাত জনমের বন্ধু আমার আঁধার ঘরের বাতি,
নিশি রাতে করতে আলো আমার ঘর খানি।
ছেঁড়া কাঁথায় শুয়ে আমি দেখিতাম কত স্বপ্ন,
তোমায় নিয়ে যাইতাম আমি কত রঙ্গিন রাজ্য।
আজও যেনো স্বপ্ন দেখা শেষ হয় না,
তবে কিন্তু স্বপ্নে আর তোমায় দেখি না।
স্বপ্ন যেন হাহাকার শুধু ধুলি মাখা রাজ্য,
হৃদয় বিহীন রাজ্য যেনো পরে আছে শূন্য।
কারও মনের মানুষ যেন হৃদয় বাঁধন ছেড়ে,
পর যেন হয় না এই ধরনীর বুকে।
বিধাতার কাছে সারাক্ষণই শুধু এই কামনা করি,
ধুলি মাখা রাজ্যে কারও হয় না বসতবাড়ি।'