মুখের সব ময়লা স্নো দিয়ে যে ঢাকা,
থুতু দিয়ে টাক মাথা চুল এনে ঢাকা।
রঙ্গিন চশমা এটে রঙ্গে ঢঙ্গে চলা,
হাসির মাঝেতে ফোটে,  স্বভাবের খেলা।


কেউ চলবে বাইকে কেউ পায়ে হেটে,
সবার নজর থাকে নদীর যে তটে।
পথে পথে ঘুরে ওরা গায় নানা গান,
ভোমরের বেশে করে মধুর সন্ধান।
নানান ছলা-কলায় মানুষ ঠকায়,
এভাবেই সারা দিন পার হয়ে যায়।
মিষ্টি কথায় ভুলায়, মানুষের মন,
কেড়ে নিয়ে যায় ওরা, সুন্দর জীবন।
এমন ভাবেতে চলে, ওরা যেন সাধু,
আসুলেই কিন্তু ওরা চাটুকার নিধু।