বিরহ জ্বালা হৃদয়,পুড়ে ছাই করে,
ভুলতে পারি না তোরে,শত দিন ধরে।
আকাশে বাতাসে মেঘ, আমার দহনে,
পাখি বসে নিজ গাছে,কাঁদে গানে গানে।
বসন্তের ক্ষণ কালে,ফুল মাথে গেজে,
প্রকৃতি কেঁদে  বেড়ায়,মোর সাজে সেজে।
নিশিতে জোনাই পোকা,থাকে গাছ তলে,
আলোর পথ দেখাতে, মিটিমিটি জ্বলে।
কন্ঠশিল্পী মোর গান, কেমনে যে গায়,
দুজনার ব্যথা যেন,মিল খুঁজে পায়।
কবি কবিতা বানায়,মোর ব্যথা নিয়ে,
তার ব্যথা জুড়ে দিয়ে,ইতি দেয় দিয়ে।


সবাই আমায় চেনে,শুধু তুই ছাড়া,
কেমন সুতায় তোর, মন বল গড়া।