নীল আকাশে জোনাক ছড়িয়ে দিলাম
আকাশে বাতাসে চিঠি পাঠিয়ে দিলাম
শীতে গরম চাদর জড়িয়ে দিলাম
শ্রাবনে বর্ষার ধারা গড়িয়ে দিলাম।


ফাল্গুনের সুখ পাখি বন্ধি করিলাম
নিশিতে চাঁদের আলো ব্যাগে ভরিলাম
সকালে সোনার রোদ মুঠে ধরিলাম
বসন্তের ফুল সব যত্নে রাখিলাম।


দুঃখের ঘড়ির কাটা থামিয়ে দিলাম
বেদনার নীল খাম ছিড়ে ফেলিলাম
হৃদয়ের সব কান্না মুছে ফেলিলাম
কুয়াশা ঘন সকাল দূরে ঠেলিলাম।


সব কিছু কার জন্য ,তুমি জানো প্রিয়া,
তোমার অন্তর দিয়ে, দেখ মোর হিয়া।