বই পাতা কথা বলে, বল তুমি কথা,
জানতে পারবে বিশ্ব,জ্ঞানে ভরে মাথা।
বইয়ের পাতা জ্বলে, থাকে জ্ঞানে ভরা,
মিষ্টি ভাবে শিক্ষা দেয়,আজি ধর পড়া।
ভালবাসে বই যারা আলোকিত তারা,
বরনিও ইতিহাসে যুগে যুগে তারা।
বই বুকে চেপে  ধর,সযত্নে রাখিও,
তাহলে তুমিও হবে, ভবে বরনিও।
জ্ঞানহীন লোক সব, বই রাখে দূরে,
জ্ঞানের অভাব নেই,বই যারা ধরে।
বই হাসাবে বই কাঁদাবে, পড় যদি তুমি,
বই মাঝে খুঁজে পাবে,সব সুখ তুমি।
বুঝতে চাইলে সব,পড় ভাল বই,
একদিন হবে জ্ঞানী, তোমারে যে কই।