মন মতো মন চাই,মন কারিগর
গড়বে সুন্দর করে, বাঁধবো যে ঘর।
হেসে কয় কারিগর, বসো বাছা ধন
গড়ে দিব তোমা হায়,সুন্দর মন।
আকাশ বাতাস চোখে,ঘুর পাক খায়
এতদিন পরে যেন,মন মিলে যায়।
খুশিতে মন আমার,নেচে নেচে ওঠে
শরীরের শিহরণ, জেগে জেগে ওঠে।


মন সব সুন্দর,গড়ে কারিগর
আচরণে যদি নিজে, হও হুশিয়ার।
বন্ধ করো পাপাচারি, হিংসা মিথ্যা খেলা
দূর করে ফেল সব,মনের ময়লা।
তাহলে সুন্দর হবে,মানুষের মন
উত্তর শুনে আমার,ভরে  দু'নয়ন।