দেখে ছিলাম তোমায়, দু'নয়ন ভরে
যখন বসন্ত ছিল, অন্ধকার ঘরে।
হাজার তারার মেলা, আকাশের বুকে
পাশা পাশি বসে যেন, আমাদের দিকে।
মেঠো রোদে ভরে মন, পূর্নিমার রাতে
নদীর ধারে জোনাক, অন্ধকার রাতে।
পাখীর ডাকাডাকি যে, গান মনে হত
গভীর রাতের সুখ, হয়ে গেছে গত।


আঁধার ঘরে এখন, তেলহীন বাতি
মনে পরে বাহিরেতে, জ্বলে নভ বাতি।
চাঁদের আলো উঠানে, জোনাক বাগানে
আসমান ভরা তারা, বিফল নয়নে।
তোমায় দেখার সাধ, মোর চিত্ত জুড়ে
কবে দেখবো তোমায়,মন যায় পুড়ে।