তুমি এসো ফিরে এসো, মোর ছোট্ট ঘরে
আঁধারে প্রদীপ  জ্বাল, বহূ যত্ন করে।
সারা নিশি জেগে জেগে, উদাস হলাম
মনে যে সুখের ছবি,কত আঁকলাম।
আধারের সাথে মিলে,আমার হৃদয়
ব্যথা ভরা চোখ তুলে,কত কথা কয়।
ঘুম ঘরে বিছানায়,একেলা আঁধারে
তোমার প্রহর গুনি,সারা নিশি ভরে।


তুমি বসবে হৃদয়ে, রবে চিরদিন
তোমার হাসিতে আমি,কাটাবো যে দিন।
এই আশা গুলো মোর ,রয় যদি বাকী
সারা জীবন হয়তো, রবো যে একাকী।
তুমি কি আসবে প্রিয়া,আমার ঘরেতে
সাজাবো যত্নে তোমায়,মোর নিজ হাতে।