জীব গাড়ি থেমে যাবে,চলবে না আর
পথ তোমার ফুরাবে, জীবন চলার।
শেষ ঠিকানা যেথায়,সেথায় থামবে
চলবে না আর গাড়ি, সুন্দর এ ভবে।
নাই বেশি দূরে আর, সেদিন তোমার
যেতে হবে ছেড়ে ভব, ফিরবে না আর।
এই দুনিয়ার মায়া, ভুলে যেতে হবে
সবাই দিবে বিদায়, সঙ্গী নাতো হবে।


একা একা যেতে হবে, এ ভুবন ছাড়ি
তাই মোর অশ্রু জলে, ভেসে যায় দাড়ি।
পাগল মন বোঝে না, কেঁদে যায় শুধু
ফুরিয়ে এলো জীবন,সাজো মন বধু।
অন্ধকার পথ ধরি, যেতে হবে বাড়ি
এলে একা যাবে একা, ভিন্ন শুধু গাড়ি।