অনেক দামি জিনিস, মেলেনা  টাকায়
যদিও মেলে হয়তো , সেটা ছলনায়।
টাকায় মানুষ বাঁচে, টাকা বড় ধন
টাকা দিয়ে সব মেলে, মেলেনা তো মন।
কেমন বন্ধু তোমার, যাচাই কর না
ফুরাবে যে দিন টাকা, সঙ্গে যে রবে না।
টাকায় ভুলায় মন, সখীরও তরে
কত দিন রবে সখী? তোমার অন্তরে।


টাকার বালিশে শুয়ে, গড়াগড়ি যাও
টাকার খেলায় তুমি, মিথ্যা সুখ পাও।
ছুটছো কোথায় তুমি, টাকার আশায়
মিলবে ছলনা শুধু, ভালবাসা নয়।
টাকার পাহাড় গড়, গড় বাড়ি গাড়ি
টাকা দিয়ে মন গড়? ধরি আমি আড়ি।