ভালবাসা ছাড়া হায়, বাঁচেনা জীবন
কষ্ট ছাড়া হয় নাতো, জীবন গঠন।
রাতের বুকেতে চাঁদ, মেঘ ভাসে দিনে
রাত তবে  হলে শেষ, সূর্য পুর্ব কোনে।
দুঃখ ছাড়া জীব নাই,  মেঘ ছাড়া নভ
এই সব  খেলা নিয়ে, সৃষ্টি হয় ভব।
কত লোক স্বপ্ন দেখে, স্বর্গ হবে দেশ
থাকবে না আর দুঃখ, সুখে রবে বেশ।


বিধাতা করেছে সৃষ্টি, জোড়ায় জোড়ায়
সুখের সাথে বিরহ, জয়ে পরাজয়।
মিথ্যার সাথে সত্যের, ভাল সাথে বাসি
আলোর সাথে আঁধার, কান্না তরে হাসি।
দিবার সাথে রজনী , ভোর তরে সন্ধ্যা
ফুলের সাথে ভোমর, বান্ধী তরে বান্ধা।


রচনা কালঃ
২৫/০১/২০১৭
১ঃ৫৯ পিএম।