গোল্লাছুট খেলে খোকা, বড় বাড়ি গিয়ে
হাসি খুশি থাকে খুকি, তাকে দলে পেয়ে।
বেশ করে জমে খেলা, বিকেল বেলায়
ফিরে আসে বাড়ি খোকা, সন্ধ্যার সময়।
হাত মুখ ধুয়ে রাতে, বই খুলে বসে
পড়া শেষ করে খোকা, খেতে ভালবাসে।
প্রতি রাতে ব্রাশ করে, ঘুমিয়ে সে পরে
তাইতো খোকার দাঁত, চকচক করে।


ভোর হলে সূর্য ওঠে, ঘুমে থাকে খোকা
মায়ে তারে ডাক দিলে, খাট হয় ফাকা।
ভাল করে ব্রাশ করে, তার পর খায়
পরিষ্কার জামা পরে, খোকা স্কুলে যায়।
প্রতিদিন খোকা খুকি, স্কুলে এসে পড়ে
সুন্দর মানুষ রুপে, ওঠে তারা বেড়ে।


রচনা কালঃ
২৬/০১/২০১৭
২ঃ০৪ পিএম।