কেমন সুখে সবাই, কাটায় রজনী
কেমন সুতায় গড়া, সবার গাঁথুনি।
কোন ফুলের সুভাসে, আকুল ধরনী
বাতাসে ছড়ায় গন্ধ, ভরে মন জানি।
মাঠে মাঠে হাসে শুধু , সোনার ফসল
মনে হলে ঝরে পরে, সন্ধ্যায় বাদল।
নিশিতে রাতের কোলে, মানুষ ঘুমায়
জোনাক আলো ছড়ায়, অপুর্ব ধরায়।


পৃথিবী কত রঙ্গিন, কত কিছু ভরা
সাধের স্বপ্ন জিমায়, মন থাকে খরা।
কেমনে জানবো ধরা, চোখের পলকে
সারা নিশি ঘুম হারা, সোনার পালঙ্কে।
যদি হই নভ তারা, উঠি যদি নিশি
দেখতে তাইতো সব, তারা মাঝে মিশি।


রচনাকাল ঃ
২৯/০১/২০১৭
৮ঃ৫৪ পিএম।