বাহিয়া যাও মাঝিরে, তোমা ডিঙ্গি খানি
বন্ধু আছে চাহিয়ারে, মোর পথ খানি।
এই গ্রাম পাড়ি দিলে, মিলবে সে গাঁও
সামনে চাহিয়া মাঝি, চালাও রে নাও।


ও মাঝি এই নদীতে, ভাসে কত স্মৃতি
কত জনম হাসিয়া, কাটে দিবা রাতি।
বন্ধু আমার নদীতে, আসিত হাসিয়া
হাসিতে ভরিয়া মন, যেতাম চলিয়া।


দল বেঁধে আসিতেছে, কত হাঁসা-হাঁসি
অপুর্ব রুপ দেখিয়া, ডিঙ্গি বসে হাসি।
হায়! সেদিন হারিয়ে, কোন দেশে খুঁজি
সেই সুখ আজো যেন, নদী করে বাজি।


ভাসিয়া ভাসিয়া আসি, নদীর জলেতে
প্রান বন্ধু যেথা শুয়ে, আছে অপেক্ষাতে।
একি! চারিদিকে জল, হইলাম মরা
বন্ধুর কবর আজ, জলে শুধু ভরা।


কাঁদিয়া কাঁদিয়া ভাসি, ডিঙ্গির উপরে
বন্ধু মোর অপেক্ষায়, জলের গভীরে।


৩০/০১/২০১৭
৮ঃ৫০ পিএম।
তেঁয়াশিয়া, বেলকুচি, সিরাজগঞ্জ।