গভীর রাত নীরব, ঘুমায় ভুবন
জাগে চাঁদ, জাগে তারা, জাগে দুঃখী মন।
উঠে ব্যথা ফাটে বুক, নীরব সময়
ঝরে জল গাল বেয়ে, বুক ভেসে যায়।
ঘুম ঘরে শয্যা ছেড়ে, পিঠ এঁটে খামে
ব্যথা ভরা মন কাঁদে, রাতে থেমে থেমে।
ঘুম চোখে কষ্ট ভুলে, ঘুমায় যখন
সুখ স্বপ্নে আসে যায়, আঁধারে তখন।


সুখ খোঁজে দুঃখী মন, বেলা অবেলায়
কল্পনায় রাজা সেজে, সুখ খুঁজে পায়।
আঁধারে করে ভ্রমণ, চাঁদের বাড়িতে
সুখ নেয় লুটেপুটে, মনের থলিতে।
দুঃখী মনের কাহিনী, শেষ হয়ে যায়
যখন ভোরের সূর্য, গগনে  রাঙ্গায়।


রচনা কালঃ
০৭/০২/২০১৭
৯ঃ০৮ পিএম।