মানুষ ঘুমিয়ে পরে, স্মৃতি জেগে থাকে
বহু দিন চলে যায়, মনে বেঁধে থাকে।
যে ঘুমায় সে যে আর, উঠেনা তো জেগে
ঘুমন্ত পরীর মত, থাকে যুগে যুগে।
বালিশ ছাড়া বিছানা, তবু ঘুমে রয়
ধনী গরীব সবাই, এক বিছানায়।
টাকা-পয়সা, দালান, সব হবে পর
যে দিন হবে মাটির, অন্ধকার ঘর।


কর্মফল করে ভোগ, অন্ধকার ঘরে
সুকর্ম কুকর্ম সব, রবে পাশে ঘিরে।
অনু নেক অনু পাপ, দেবে সব ধরা
গোপন রবে না কিছু, সত্য হবে ধারা।
সঠিক মানুষ রুপে, জগৎ সংসারে
গড়ে উঠলে মিলবে, সুখ দুই তীরে।


রচনা কাল  ঃ
০৮/০২/২০১৭
১০ঃ১২ পিএম।