একুশ মায়ের হাসি, মোর জন্ম ভাষা।
একুশ মায়ের সুর, মোর কন্ঠে গান।
একুশ মায়ের গান, মোর মিষ্টি ভাষা।
একুশ মায়ের দেখা, মোর শোনা গান।
একুশ মায়ের নদী, মোর নৌকা ভাসে।
একুশ মায়ের স্মৃতি, মোর ইতিহাস।
একুশ মায়ের সুখ, মোর বুকে ভাসে।
একুশ মায়ের ঘর, মোর স্থায়ী বাস।


একুশ দিয়েছে ভাষা, কেড়ে নিয়ে জ্ঞানী।
একুশ দিয়েছে মান, রক্ত চুষে নিয়ে।
একুশ দিয়েছে গান, কেড়ে নিয়ে শিল্পী।
একুশ দিয়েছে শান্তি, শত ব্যথা দিয়ে।
একুশ দিয়েছে বণর্, খোকা পড়ে আ ক।
একুশ দিয়েছে বই, একুশ থাকুক।


রচনা কাল ঃ
১০/০২/২০১৭
২ঃ২৪ পিএম।