বসন্তে কোকিল ডাকে, ফোটে নানা ফুল।
শিমুলের উঁচু ডালে, ভরে লাল ফুল।
পাখি ডাকে ডালে ডালে, ফুল গাছে হাসে।
উড়ে বেড়ায় বসন্ত, সুভাস বাতাসে।
বউ সাজে বসুন্ধরা, বসন্তের কালে।
সৌন্দর্যে পূর্ণতা পায়, আম্র ডালে ডালে।
মৌ ফুলে ফুলে বসন্তে, আহরণে মধু
জোড়ায় জোড়ায় তাই, লেগে থাকে শুধু।


শীত শেষ হয়ে যায়, বসন্তের তরে।
গরীবের দুঃখ ঘোচে, সুখের দুয়ারে।
ভালবাসা জেগে ওঠে, পাথরের মনে।
নীলিমার চাঁদ দেখা, বাহির উঠানে।
সুখের বার্তা বসন্ত, ঘরে ঘরে যায়।
ফুলের গন্ধে হৃদয়, সুখে ভরে যায়।


রচনা কাল ঃ
১১/০২/২০১৭
২ঃ৩৩ পিএম।