আজ পহেলা ফাল্গুনে, দুঃখ কেন মনে।
কেন আজ পুড়ে যায়, হৃদয় দহনে।
কেন আজ ডাকে পাখি, বিরহিণী সুরে।
ফুল ঝরে পরে কেন, মাটির উপরে।
ব্যথা কেনো জেগে ওঠে, ফুল ফোটা বনে।
পাখি কেনো গান ভুলে, চুপ মোর সনে।
ফুলের কলি ফোটে না, বাগানের তরে।
কোন ভুলে আজ আমি, একা শুধু ঘরে।


ভেবে ছিলাম বসন্তে, আঁধার লুকাবে।
ফুটবে আলো জীবনে, দুঃখ শেষ হবে।
তবু আজ উড়ে যায়, মেঘ নীলিমায়।
আঁধারের মাঝে যেন, বাড়ে দুঃখ ভয়।
এমন করে বসন্ত, মোর শুরু হয়।
আঁধারে প্রদীপ জ্বলে, আলো না ছড়ায়।


রচনা কাল ঃ
১৩/০২/২০১৭
৮ঃ০৭ পিএম।