আজি ফুরাল বসন্তে, মনের বাসনা।
হৃদয় ভরল সুখে, ভুলাল যাতনা।
বাসন্তীর সাজে সাজ, বসন্ত গায়িকা।
গান গায় বিনামূল্যে , নয় কিন্তু বোকা।
ফোটে ফুল নানা রঙ্গে, গাছ ভরে থাকে।
ভোমরের খেলা দেখে, জাগে সুখ বুকে।
ফুলের সুভাসে মনে, জেগে ওঠে প্রেম।
কথা বলি তাই আজ, দেখি যত মেম।


ফুলেতে যত ভোমর, গান গেয়ে চলে।
তার বেশি নারী প্রেমে, পুরুষেরা জ্বলে।
আজি বসন্তের প্রেমে, উত্তল ঢেউয়ে
ভেসে যাই কোন ফুলে, মধু দেখি চেয়ে।
পলকহীন নয়নে, ভোমরের বেশে।
খুঁজে পাই মন সুখ, বসন্তের দেশে।


১৪/০২/২০১৭
৮ঃ৪৮ পিএম।