স্বপ্ন তরী স্বপ্ন তরী, চলছে লটারি।
বিশ টাকার টিকিটে, টাকা থলে ভরি।
ভাগ্য গুনে মেলে নাকি, লক্ষ দামে গাড়ি।
তাই সবে লটারিতে, টাকা দেয় ছাড়ি।
কেউ পায় লক্ষ টাকা, কার টাকা জলে।
কেউ হাসে খলখলে, লক্ষ টাকা বলে।
ড্র এর আশায় সবে, রাত্রী বারটায়
থাকে সবে চোখ মেলে, টিভির পর্দায়।


উল্লাপাড়া মাস ব্যাপী, বসে তার মেলা।
নাম তার স্বপ্ন তরী, চলে  ভাগ্য খেলা।
কেউ জেতে কেউ হারে, ভাগ্য নয় জানা।
বিশ টাকা ফেলে দিয়ে, ভাগ্য যায় চেনা।
কি বলবো কিবা জানি, বুঝি না তো কিছু।
বলি ভাগ্য গড়ে দিবে, বাঁশ দিয়ে পিছু।


রচনা কাল ঃ
১৬/০২/২০১৭
৯ঃ০২ পিএম।