দিন গুলো মোর সনে, আর রইল না।
হারিয়ে গেল গভীরে, খুঁজেও মেলে না।
কত মধু মাখা ছিল, সেই দিন গুলো।
হারিয়ে এলাম সব, মন আজ ভুলো।
দিন গুলো চলে যায়, অতীতের তলে।
ফিরে আর আসে না তো, কোন শক্তি বলে।
হৃদয়ে জাগায় কষ্ট, হারানো অতীত।
ফেলে আসা দিন কেন, গায় এত গীত?


স্মৃতি বাস করে মনে, রয় বহু কাল।
কুড়ে কুড়ে খায় বুক, হৃদয় অতল।
পুরনো সেই পাতায়, দেখতে যা পাই;
লেখা শুধু হাসি ঠাট্টা, আর কিছু নাই।
হায় মোর দিন গুলো, কেমনে হারায়।
গেঁথে আছে সেই দিন, স্মৃতির পাতায়।


রচনা কাল ঃ
১৯/০২/২০১৭ ইং
১০ঃ৩৬ পিএম।