তোমায় দেখতে হায়, কাঁদে কেনো মন।
তুমি ছাড়া একা রাতে, ভাসে দু'নয়ন।
তুমি আজ কত দূরে, বাঁধিয়াছো ঘর।
কোন ভুলে তুমি মোরে, করে গেলে পর।
একবার তুমি হায়, বলে যাও মোরে;
কোন সুখের আশায়, চলে গেলে দূরে।
আঁধার ঘরে প্রদীপ, জ্বলে নাতো আর।
আঁধারের সাথে চলি, হয়ে একাকার।


কত সুখী হলে তুমি, আমারে কাঁদিয়ে।
সাজালে বাসর তুমি, কত সুখ দিয়ে।
মনে আর পড়ে না কি? মোর ভালবাসা;
সবই কি ভুলে গেছো, বেঁধে তুমি বাসা।
বুকে কত ছিল স্বপ্ন, বাঁধবো বাসর।
তুমি সব কেড়ে নিয়ে, ভাঙলে বাসর।


রচনা কাল ঃ
২৪/০২/২০১৭ ইং
৮ঃ৩৫ পিএম।