বহু দিন পরে দেখা, হল মাঝ পথে।
কেমনে বললে কথা, কষ্ট সুরে গেঁথে।
এত ছিল ভালবাসা, বল নিতো ভুলে।
আজ কেন তুমি কথা, বল মন খুলে।
কত সুখে আছো তুমি, জানতে চাইলে;
ব্যথা ভরা আঁখি তুলে, কি যেন বললে।
তোমা মুখের ভাষায়, কেন কষ্ট ঝরে?
সুখের আশায় বলে, ছেড়ে ছিলে মোরে।


যা ছিল ভাগ্যে মোদের, ঘটে গেছে তাই।
করুণ চাহনি দিয়ে, শূন্যতা সাজাই।
হে প্রিয়া ভেব না আর, ভুলে যাও সব।
অতীতের কথা দেয়া, ছিড়ে ফেল সব।
প্রিয়া তুমি ভাল থেকো, ভুলে গিয়ে মোরে।
সাজিয়ো জীবন তুমি, মন মত করে।


রচনা কাল ঃ
০১/০৩/২০১৭ ইং
৮ঃ২০ পিএম।