তুমি কি মানুষ রুপে, দেখা দিবে মোরে।
সামনা সামনি যেন, বলি কথা ভরে।
মোর চাওয়া-পাওয়া, চোখে চোখ রেখে;
বলবো সবই খুলে, অশ্রু ঝরা চোখে।
কোন মাটি দিয়ে তুমি, মোর দেহ খানা;
গড়লে সোনার মত, ভেতরে শুকনা।
বাহিরের রুপ মোর, জ্যোৎস্না ঝরা পথ।
মেঘের আড়াল হলে, ঢেকে যায় রথ।


তোমায় ডাকি যখন, ঘোর অন্ধকার;
চারদিক ছেয়ে যায়, জীবন পাতার।
কোন ডাকে কোন বেলা, দেবে তুমি সাড়া।
কখন তুমি আমায়, করবে যে খাড়া।
বিধাতা কোন খেলায়, জিতাবে আমায়।
লিখেছ ভাগ্য কোথায়, কোন সে খাতায়।


রচনা কাল ঃ
০৩/০৩/২০১৭ ইং
১০ঃ৪৩ পিএম।