যে দিন দম ফুরাবে, সবাই কাঁদবে।
সাধের দুনিয়া ছেড়ে, তবু যেতে হবে।
মায়ার বাঁধনে বেঁধে, ভুলে তুমি যাবে।
তাই তো সবাই মনে, এত দুঃখ পাবে।
ফিরে আর কোন দিন, আসবে কি ভবে।
এই কথা মনে হলে, বুকটা ফাটবে।
কত কথা বলে ছিলে, সব মনে রবে।
তুমি শুধু চলে যাবে, ছিন্ন করে সবে।


হায় হায় এ ভুবন, ধোকা শুধু দিবে।
পাবে না কিছুই তুমি, শুন্য থালা রবে।
সুখী হতে দুই কূলে, মিথ্যা ছাড় সবে।
ভাল কাজ পুন্য কাজ, করে যাও তবে।
শূন্য হাত শুদ্ধ করে, ধুয়ে মুছে যাবে।
কিবা তুমি নিয়ে যাবে, কিবা ছিল ভবে।


রচনা কাল ঃ
০৭/০৩/২০১৭ ইং
৫ঃ৪৯ পিএম।