মন ভার করে আমি, একা বসে রই।
চুপি চুপি তুমি এলে, আগের মতই।
দু'চোখ ধরলে এসে, কার কথা কই?
তুমি আছো বহু দূরে, চুপ করে রই।
তুমি ছাড়া কোনদিন, ধরে নিতো চোখ।
পাই না যে ভেবে কিছু, লাগে কেন সুখ।
চোখ তুমি ছেড়ে দিয়ে, দিলে মিষ্টি হাসি।
সব ব্যথা ভুলে মোর, মুখে ফোটে হাসি।
.
জীবনটা ভেঙে চুরে, সব কিছু ভুলে ;
নতুন করে সাজাও, এ ভাবে বললেঃ
পাখীরা যেমন করে, বাসা বেঁধে রয়;
এক গাছে ভেঙে গেলে, অন্য গাছে যায়।
ঠিক তেমন ভাবেই, ছাড় মোর পথ ;
অন্য পথে চলে যাও, চড়ে তোমা রথ।


রচনা কাল ঃ
১০/০৩/২০১৭ ইং
৯ঃ২০ পিএম।