বাদল দিনের কথা, মনে পড়ে যায়।
সেই দিন গুলো হায়, স্মৃতি হয়ে রয়।
ছাতা হাতে মেঠো পথে, হাট থেকে ফেরা;
আকাশটা সাদা মেঘে, চারদিক ঘেরা।
থেমে থেমে বর্ষা ঝরে, রাস্তা না শুকায়।
চলতে ফিরতে কষ্ট, পড়ে যেতে ভয়।
ঘর বেয়ে জল পড়ে, কাঁথা যায় ভিজে।
আকাশটা চারিদিক, কাল মেঘে সাজে।


প্রকৃতি গোসল করে, হয় পরিষ্কার।
ঝকঝক চকচক, মনোমুগ্ধকর।
কল্পনার রাজ্যে যেতে, নেই কোন বাঁধা।
এমন সময় মনে, আসে কত ধাঁধা।
স্কুল কামাই দিয়ে যে, ঘুম সারাদিন।
আরাম আয়েশে কাটে, সেই বর্ষা দিন।


রচনা কাল ঃ
১১/০৩/২০১৭ ইং
১০ঃ২১ পিএম।