সারা মাস ঘুরি-ফিরি, আড্ডা দিয়ে বাড়ি।
সামনে পরীক্ষা তাই, রাত জেগে পড়ি।
দিনে পড়ি রাতে পড়ি, পড়া আর পড়া।
এত বেশি পড়ে মাথা, হয় কাম সাড়া।
রাতে পড়ি দিনে ভুলি, মাথা যায় ঘুরে।
দিনে পড়ি রাতে ভুলি, বই মোরে মারে।
বই নিয়ে বসে থাকি, তবু রাত দিন।
জিমাই আর জিমাই, কষ্টে কাটে দিন।


যদি বসতাম আগে, পড়ার টেবিলে;
দিনকর পড়া দিনে, মিলতো কপালে।
হায়! এই ভুল গুলো, নেই যার ক্ষমা।
সেই ভুল করে মন, আজ অগ্নিশর্মা।
তাই মন ধরে আড়ি, মুখ বুঝে রবে।
সামনের পরীক্ষায়, ভাল ফল পাবে।


রচনা কাল ঃ
১৪/০৩/২০১৭ ইং
৮ঃ২০ পিএম।