তুমি কি আগের মত, পথ চেয়ে থাকো।
বড়ই তলায় এসে, নাম ধরে ডাকো।
নাকি ভুলে গেছ মোরে, সময়ের ভারে।
সেই চেনা সোনা মুখ, দেখে মন ভরে।
চোখের আড়াল হলে, খুঁজতে আমায়।
পাগল পাগল মনে, ডাকতে আমায়।
বর্ষার দিনে আসতে, ওড়না মাথায়।
আমায় দেখতে এত, কষ্ট সহ্য হয়।


কয়েক দিনের ফাকে, কত পর হলে।
মেলে না হিসাব কষে, সংখ্যা আরো খোলে।
ছিলে একদিন মোর, হয়ে গেলে পর।
বাঁধলে সুখের ঘর, ছেড়ে কুঁড়ে ঘর।
মাটিতে পড়ে না চোখ, কেমন এ সুখ।
যখন ছিলে আমার, ছিল না এ শখ।


রচনা কাল ঃ
১৭/০৩/২০১৭ ইং
৮ঃ৫৬ পিএম।