হাসি মুখ করে সবে, পর হয়ে যায়।
স্বার্থের কাছে সবাই, হার মেনে যায়।
জীবনের কাছে তাই, প্রশ্ন রেখে যাই।
আসল মানুষ বুঝি, এই ভবে নাই।
কেন এত অবহেলা, জীবনের দাম।
মানুষে মানুষ মারে, মুছে দেয় নাম।
একই ভুবনে মোরা, তবু কত দূরে।
ভালবাসার বাঁধন, ছিন্ন ভিন্ন করে।


জীবন চলার পথে, শত বাঁধা আসে।
হাজারো পথের দ্বার, আসবে না ভেসে।
নদীর স্রোতের মত, জীবনের ঘন্টা;
একদিন থেমে গিয়ে, বাজবে বারটা।
তাই আজ বলে যাই, স্বর্থ কিছু নয়।
এ পৃথিবী ধূলাময়, সংসার বেলায়।


রচনা কাল ঃ
২২/০৩/২০১৭ ইং
৯ঃ০১ পিএম।