প্রতি রাতে স্বপ্নে দেখি, বন্ধু মোর সনে।
স্বপ্ন পরে ভেঙে গেলে, রয় ব্যর্থ গানে।
বন্ধ করলে দু'চোখ, আশে পাশে ঘুরে।
চোখ খুলে তার পর, দেখি না যে তারে।
নানান সে রঙে ঢঙে, স্বপ্নে এসে নাচে।
সেই সাথে মন যেন, তারি সাথে বাঁচে।
স্বপ্ন জুড়ে শুধুই সে, আর কিছু নাই।
ভালবাসার প্রদীপ, যেন সেথা পাই।


স্বপ্ন মাঝে তার ছোঁয়া, সারাদিন ভাবি।
ভুবনের সব খানে,  খুঁজি  তার ছবি।
পাই না কোথাও খুঁজে, তার পরিচয়।
মিছামিছি শুধু খাটি, হাড় করে ক্ষয়।
কে গো তুমি স্বপ্নে এসে, রাতকে সাজাও।
দেখা দিয়ে দাও না তো, দূরে শুধু রও।


রচনা কাল ঃ
২৩/০৩/২০১৭ ইং
৯ঃ২০ পিএম।