আজ মনে পড়ে যায়, শৈশবের বেলা।
বৃষ্টি হলে কাঁদা জলে, জমতো যে খালা।
খেলা চলে যতক্ষণ, বাবুল না কাঁদে।
সে কাঁদলে খেলা বন্ধ, আর সব বাদে।
বুদ্ধি শুদ্ধি কম তার, কথা বলে বেশি।
তারে নিয়ে তাই মজা, করে সবে বেশি।
আবোল-তাবোল বকে, যদি রেগে যায়।
তার কথা শুনে সবে, গড়াগড়ি খায়।


ছোট ছোট ছেলে মেয়ে, দল বেঁধে খেলে।
বাবুলের আগমনে, মজা আরো ফলে।
প্রতিদিন সন্ধ্যা বেলা, সে এসে হাজির।
এমনি ভাবে খেলায়, হয়ে শিশু পীর।
বয়সে অনেক বড়, তবু শিশু দলে।
রঙীন খেলায় তার, রক্ত যেন দোলে।


রচনা কাল ঃ
২৫/০৩/২০১৭ ইং
৮ঃ৫৯ পিএম।