আজি চৈত্র মাসে মন, কারে যেন চায়।
রুক্ষ শুষ্ক মাঠে তারে, খুঁজবো কি হায়।
রৌদ্র তাপে ঘাম ঝরে, শরীরটা জ্বলে।
একটু আরাম লাগে, বট বৃক্ষ তলে।
চাতক পাখির মত, জলের আশায়।
ঘুরি ফিরি দ্বারে দ্বারে, পথিক বেলায়।
বাতাসে আগুন ঝরে, মাটি যায় পুড়ে।
খালি পায়ে হেটে গেলে, যায় ফোস্কা পড়ে।


গাছের ছায়ায় যদি, ঠান্ডা বায়ু বয়।
গভীর ঘুমে পথিক, নাক ডেকে যায়।
হাত পাখার বাতাসে, দেহ ঠান্ডা হয়।
পাখা ছেড়ে যেতে কোথা, মন নাহি চায়।
এই দিনে মন করে, মনের সন্ধান।
যেন মেলে রুক্ষ মাঝে, প্রেমের বন্ধন।


রচনা কাল ঃ
২৮/০৩/২০১৭ ইং
৯ ঃ২২ পিএম।


* আগামীকাল থেকে এইচ.এস.সি পরীক্ষা শুরু।
কবি ভাইদের কাছে  দু'য়া চাই।
যেন ভাল ভাবে পরীক্ষা দিতে পারি। *